kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

করোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুলাই, ২০২০ ০১:১৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ও ফার্মাকোলজির অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার।

রবিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিক্যাল কলেজের ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়ার পর ২০০১ সালে ডা. এ কে এম নুরুল আনোয়ার ইব্রাহিম মেডিক্যাল কলেজে উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।

২০০৬ সালে তিনি ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হন। ২০১১ সালে ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অবসরে যান।

মন্তব্যসাতদিনের সেরা