kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

অধ্যাপক ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

   

৫ জুলাই, ২০২০ ০০:২৫ | পড়া যাবে ১ মিনিটেঅধ্যাপক ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

সাবেক অর্থমন্ত্রী ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

তিনি ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান।

সাবেক অর্থমন্ত্রী ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. ওয়াহিদুল হক শুক্রবার (৩ জুলাই) ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে মাস পর্যন্ত ড. ওয়াহিদুল হক অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মন্তব্যসাতদিনের সেরা