kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

দেশে করোনায় ঝরল আরো ২৯ প্রাণ

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুলাই, ২০২০ ১৪:৪৭ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনায় ঝরল আরো ২৯ প্রাণ

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যান ৪২ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৯৯৭ জন। মৃতদের ২১ জন পুরুষ এবং ৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩২৮৮ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩১১৪ জন। 

আজ শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার। তবে সাড়ে ৬৩ লাখ ৫৪ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

মন্তব্যসাতদিনের সেরা