kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   

৪ জুলাই, ২০২০ ১৩:৪৭ | পড়া যাবে ১ মিনিটেএরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির প্রস্তুতি

আগামী ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। দিবসটি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হবে। 

এ উপলক্ষে আগামীকাল রবিবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। 

আজ শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম এবং জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট কয়েকজন প্রেসিডিয়াম সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা