kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এলডিপির

নিজস্ব প্রতিবেদক   

৩ জুলাই, ২০২০ ০১:৪৯ | পড়া যাবে ১ মিনিটেপাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এলডিপির

এলডিপির (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

বিবৃতিতে এলডিপি নেতারা বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ দখল ও লুট করে নিজেদের পকেটে ভরে বিদেশে পাচারের যে আয়োজন, তা পাটকলের শ্রমিকরা মানবেন না। পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে কথিত গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় শ্রমিক বিদায়ের ঘোষণা বাতিল করতে হবে।’

এলডিপি সভাপতি ও মহাসচিব বলেন, একদিকে ৮-১০ লাখ পোশাক শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় আছেন। প্রায় তিন কোটি লোক নতুন করে দারিদ্র্যসীমায় নেমে এসেছে। তখন পাটকল শ্রমিকসহ সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই সহ্য করা যায় না। 

তাঁরা বলেন, লোকসানের প্রধান কারণ শ্রমিক নয়, দুর্নীতি, কারখানাগুলো আধুনিকায়ন না করা, উত্পাদনশীলতা বৃদ্ধি না হওয়া। সুতরাং দুর্নীতির দোহাই দিয়ে সব দায় শ্রমিকের ওপর চাপানো চলবে না বলে মন্তব্য করেছেন এলডিপি নেতারা।

মন্তব্যসাতদিনের সেরা