kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় ডা. চিত্তরঞ্জন, ল্যাবএইডে ভর্তি

কালের কণ্ঠ অনলাইন   

২ জুলাই, ২০২০ ২৩:৫০ | পড়া যাবে ১ মিনিটেবিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় ডা. চিত্তরঞ্জন, ল্যাবএইডে ভর্তি

ফাইল ছবি

করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, ডা. চিত্তরঞ্জন দেবনাথকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ডা. চিত্তরঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ গত ৩০ জুন করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেলে চিত্তরঞ্জন দেবনাথ ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা