kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

ডা. জাফরুল্লাহর ফুসফুসে ৩ ধরনের জীবাণুর সংক্রমণ

কালের কণ্ঠ অনলাইন   

২ জুলাই, ২০২০ ২১:০৯ | পড়া যাবে ১ মিনিটেডা. জাফরুল্লাহর ফুসফুসে ৩ ধরনের জীবাণুর সংক্রমণ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে ৩ ধরনের জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফিজের বরাত দিয়ে এ তথ্য দেওয়া হয়।

ডা. মামুন মোস্তাফিজ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তার ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে তার ফুসফুসে মাল্টিপল লাং অ্যাবসেস (Multiple Lung Abscess) শনাক্ত হয়েছে। মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা তৃতীয়বার অবনতি হবার পর এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।

মন্তব্যসাতদিনের সেরা