kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

করোনা আক্রান্ত রনোকে দেখতে গেলেন ডা. জাফরুল্লাহ

কালের কণ্ঠ অনলাইন   

২ জুলাই, ২০২০ ১৫:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনা আক্রান্ত রনোকে দেখতে গেলেন ডা. জাফরুল্লাহ

করোনা আক্রান্ত মার্কসবাদী নেতা ও সিপিবি প্রেসিডিয়াম মেম্বার হায়দার আকবর খান রনোকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যালে গিয়ে প্রায় আধা ঘণ্টা শয্যা পাশে দাঁড়িয়ে বন্ধুর চিকিৎসার খোঁজ-খবর নেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের জনগণের মুক্তির আন্দোলনে তোমাকে বেচেঁ থাকতে হবে।

এ সময় উপস্থিত চিকিৎসকদের কাছে হায়দার আকবর খান রনোর স্বাস্থ্য ও চিকিৎসার সর্বশেষ খবর নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মন্তব্যসাতদিনের সেরা