kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

প্রতিরক্ষাসচিব ও মন্ত্রিপত্নীর মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক প্রকাশ

দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    

১ জুলাই, ২০২০ ০২:৪১ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিরক্ষাসচিব ও মন্ত্রিপত্নীর মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক প্রকাশ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গত সোমবার এক বার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘প্রার্থনা করছি, শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা এ শোক কাটিয়ে উঠবেন।’

গত সোমবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন সন্ধ্যায় বনানীর সামরিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। অন্যদিকে লায়লা আরজুমান্দ বানুও সোমবার সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন বাদ জোহর গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা