kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় আসকের শোক ও দায়ীদের সাজা দাবি

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২০ ১৭:০৪ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় আসকের শোক ও দায়ীদের সাজা দাবি

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আট নারী, তিন শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে আইনানুগ শাস্তি প্রদান করার দাবি জানানো হয়। মঙ্গলবার আসকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার এ মহাসংকটে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা সবার মধ্যে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী এরই মধ্যে গণমাধ্যমকে বলেছেন, এ ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কোনো দুর্ঘটনা নয়। আসক মনে করে, এ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহিতার অভাব ও বিচারহীনতার অপসংস্কৃতির কারণে মানুষ এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। 

মন্তব্যসাতদিনের সেরা