kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

স্পেনে বাংলাদেশি পাসপোর্ট জটিলতা

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২০ ১৫:৩২ | পড়া যাবে ১ মিনিটেস্পেনে বাংলাদেশি পাসপোর্ট জটিলতা

বছর পেরিয়ে গেলেও মিলছে না বাংলাদেশি পাসপোর্ট। ভুক্তভোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। দূতাবাসের আপ্রাণ চেষ্টা থাকলেও সাড়া দিচ্ছে না বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। 

বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায় অনেকের স্প্যানিশ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছে না। এতে করে অনেকের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ হলে বাংলাদেশে বৈধ ভাবে রেমিটেন্স পাঠানোর সুযোগ নেই।

ভুক্তভোগীরা গতবছর প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে সরাসরি বিষয়টি সমাধানের অনুরোধ করলে তারা আশ্বাস দেন বিষয়টি সমাধান করবেন কিন্তু বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি বাংলাদেশ দূতাবাস কর্তৃক সুপারিশকৃত আচকে থাকা পাসপোর্ট গুলোর। এতে ভুক্তভোগীরা আছেন চরম হতাশা এবং ভবিষ্যত অনিশ্চয়তায়।

মন্তব্যসাতদিনের সেরা