kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

আদালতের ১৭৫ জন করোনায় আক্রান্ত, এক বিচারকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২০ ০২:০৬ | পড়া যাবে ১ মিনিটেআদালতের ১৭৫ জন করোনায় আক্রান্ত, এক বিচারকের মৃত্যু

দেশের নিম্ন আদালতের ৩৭ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মারা গেছেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের ৩৮ জনসহ নিম্ন আদালতের ১০১ জন কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে ১০ জন বিচারক সুস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গতকাল সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, করোনায় আক্রান্ত সবার খোঁজখবর নিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্ট থেকে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা জজদের বলা হয়েছে বলেও জানান তিনি।

দেশের নিম্ন আদালতের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীদের আক্রান্ত হওয়াসংক্রান্ত তথ্য গত ১৪ জুন জানতে চান সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর গতকাল সকাল পর্যন্ত আক্রান্তের এই তথ্য দেওয়া হয়।

ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা ও দায়িত্ব পালনের সময় বিচারক-কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা