kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

মা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক   

৬ জুন, ২০২০ ২০:১০ | পড়া যাবে ১ মিনিটেমা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি মহিলা পরিষদের

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দুর্বৃত্ত কর্তৃক মা ও মেয়েকে কুপিয়ে হত্যা এবং পাবনা জেলার সদরের দিলালপুর মহল্লার একই পরিবারের বাবা, মা ও মেয়েসহ তিন জনের মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে এই দাবি জানান। 

আজ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে এ ধরণের নৃশংস, বর্বর ও নৈরাজ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশেষ মনোযোগ ও আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এজন্য সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

একইসাথে সকল প্রকার নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিরোধে সকল সামাজিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা