kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বড় ভাই খালেদ কায়সার আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুন, ২০২০ ১৮:১৫ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বড় ভাই খালেদ কায়সার আর নেই

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের বড় ভাই কবি আহমেদ খালেদ কায়সার আর নেই। তিনি আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই আহমেদ ইকবাল হায়দার বলেন, ভাইয়া আজ শনিবার সোয়া ১১টায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর দুইঘণ্টা আগে সকাল সোয়া ৯টায় তাকে লাইফসাপোর্ট দেওয়া হয়েছিল।

তিনি আরো জানান, কবি আহমেদ খালেদ কায়সার গত ২০ রমজান জ্বরে আক্রান্ত হন। তখন করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ এসেছিল। ঈদের আগেই তিনি সুস্থ হয়ে উঠেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে গ্রামের বাড়ি পটিয়ার পারিবারিক কবরস্থানে আহমেদ খালেদ কায়সারের মরদেহ দাফন করা হবে বলে জানান আহমেদ ইকবাল হায়দার।

মন্তব্যসাতদিনের সেরা