kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

আম্ফানের রেশ না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুন, ২০২০ ১১:৫১ | পড়া যাবে ১ মিনিটেআম্ফানের রেশ না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা

ফাইল ফটো

বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। মাত্র কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্টি হয়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে এই নিম্নচাপের আভাসে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।

এবারের নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়; তা হলে তার নাম হবে গতি। 

আগামী সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবে; তা আরও স্পষ্ট হয়ে যাবে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই।

তবে এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। দিল্লির আবহাওয়া অফিসের কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। উল্টো বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ।

বঙ্গোপসাগরের ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

নিম্নচাপটি কেমন চেহারা নিচ্ছে; তা বোঝা যাবে আগামী সোমবার। পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

এ বছর স্বাভাবিক হারে বর্ষার পূর্বাভাস রয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক হারে বৃষ্টি হবে।  সূত্র : আনন্দবাজার।

মন্তব্যসাতদিনের সেরা