kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

করোনায় আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

কালের কণ্ঠ অনলাইন   

১ জুন, ২০২০ ২০:৩৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার তিনি নিজে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দু’দিন থেকে আমার জ্বর, মাথাব্যথা এবং সঙ্গে শুকনো কাশি। গতকাল আমি পরীক্ষা করিয়েছি, আজ  রিপোর্ট এসেছে পজিটিভ।

তিনি আরো বলেন, এখন বাসায় আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। ওষুধ খাচ্ছি।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন করোনায় আক্রান্ত হন। তাদের অবস্থা উন্নতির দিকে।

মন্তব্যসাতদিনের সেরা