kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

এমপি মিতার চিকিৎসক স্বামী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক   

১ জুন, ২০২০ ২০:৩১ | পড়া যাবে ১ মিনিটেএমপি মিতার চিকিৎসক স্বামী করোনা আক্রান্ত

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ও যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতার স্বামী ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি (রুবেল) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। 

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সান্নিধ্যে থাকাবস্থায় তিনি করোনাভাইরাস আক্রান্ত হন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন তাঁর স্ত্রী সরকারদলীয় এমপি আদিবা আনজুম মিতা।  

এমপি মিতা আরো জানান, গত ২৩ মে তাঁর স্বামীর শরীর থেকে শ্যাম্পুল সংগ্রহ করা হয়। ২৭ মে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানানো হয়, ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাস টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। ওই দিন থেকেই তিনি বাসায় আলাদা থাকা শুরু করেন। ইতোমধ্যে ডা. রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসক স্বামী আক্রান্ত হওয়ার পর এমপি আদিবা আনজুম মিতার পরিবারে আতংক ছড়িয়ে পড়ে। পরে মিতাসহ পরিবারের সদস্যরা (মেয়ে ও কাজের মহিলা) করোনাভাইরাস টেস্ট করেছেন। অবশ্য তাঁদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা