kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

উপ-প্রেস সচিব আশরাফুল আলমের বাবার মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক   

১ জুন, ২০২০ ১২:০২ | পড়া যাবে ১ মিনিটেউপ-প্রেস সচিব আশরাফুল আলমের বাবার মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকনের পিতা মো. আনোয়ার হোসেনের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ সোমবার মো. আনোয়ার হোসেন (৭৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার নিজ বাসভবন তারাগঞ্জ গ্রামে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা