kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

ফৌজদারহাট ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩১ মে, ২০২০ ১৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেফৌজদারহাট ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

ঐতিহ্যবাহী ফৌজদারহাট ক্যাডেট কলেজের এসএসসি শিক্ষার্থীরা এবারও শতভাগ জিপিএ ৫ অর্জন করেছে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৩তম ব্যাচের মোট ৪৪ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ৩৮ জন এবং মানবিক গ্রুপ থেকে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের সাফল্যে কলেজের অধ্যক্ষ নাজমুল হক সিকদার বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট হয়ে তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংস্থা ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনের (ওফা) নেতৃবৃন্দ।

মন্তব্যসাতদিনের সেরা