kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

দেশে এখন ৫২ ল্যাবে করোনা পরীক্ষা

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মে, ২০২০ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটেদেশে এখন ৫২ ল্যাবে করোনা পরীক্ষা

ফাইল ফটো

দেশে নতুন যুক্ত হওয়া দুটি ল্যাবসহ মোট ৫২টি ল্যাবে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করা হচ্ছে। সবগুলো ল্যাবের পরীক্ষায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৪৫ জন। সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। এছাড়া দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে। 

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশের ৫২টি ল্যাবের মধ্যে নতুন সংযোজিত দুটি ল্যাব রয়েছে। তার মধ্যে ঢাকায় একটি সরকারি ও একটি বেসরকারি যোগ হয়েছে।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাস পরীক্ষায় নতুন সংযোজিত সরকারি ল্যাবটি হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং বেসরকারি ডিএনএ সলিউশন লিমিটেড। উভয় প্রতিষ্ঠানই ঢাকার।

মন্তব্যসাতদিনের সেরা