kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

নিহত ২৬ বাংলাদেশিকে লিবিয়াতেই দাফন

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মে, ২০২০ ২৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেনিহত ২৬ বাংলাদেশিকে লিবিয়াতেই দাফন

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে নিহত ২৬ বাংলাদেশিকে সেখানেই দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা মিজদাহ কবরস্থানে তাদের দাফন হয়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এ এস এম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত ১১ বাংলাদেশির সবার অবস্থাই এখন স্থিতিশীল। ত্রিপোলিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২৮ মে বৃহস্পতিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে (ত্রিপলি হতে ১৮০ কিলোমিটার দক্ষিণে) ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়ারা গুলি করে হত্যা করে। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি হতাহত হয়।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় আরো ১১ জন বাংলাদেশি মারাত্মভাবে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা