kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মে, ২০২০ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেবাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

করোনাভাইরাস সংকটের সময়ে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি আজ দুপুরে কালের কণ্ঠকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

মন্তব্যসাতদিনের সেরা