kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

বোচাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৯ মে, ২০২০ ১৫:১০ | পড়া যাবে ১ মিনিটেবোচাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

গত কয়েকদিনে প্রচণ্ড মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্ত বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের কংশরা, কোদালকাঠি, ফুটকিবাড়ীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

আজ ২৯ মে শুক্রবার সকাল ১০টায় প্রতিমন্ত্রী মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্ত কোদালকাঠি, কংশরা, ফুটকিবাড়ীসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। 

কয়েক দিনের ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার গাছপালা, ঘড়বাড়িসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী। এসময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ সভাপতি ও পৌর মেয়র আব্দুস সবুর, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার, ১ নং নাফানগর ইউনিয়ন চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা