kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২৪৬, মৃত্যু ২২

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০২০ ১৪:৪১ | পড়া যাবে ২ মিনিটেগত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২৪৬, মৃত্যু ২২

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭,৯২৫ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৫৪৪ জন। 

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,০১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ১,৫৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৮,২৯২। 

গতকাল মঙ্গলবার করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৫ জন ও মারা গেছেন ২১ জন। এর আগের দিন সোমবার সুস্থ হয়েছেন ৪৩৩ জন ও মারা গেছেন ২১ জন আর রবিবার সুস্থ হয়েছেন ৪১৫ জন ও মারা গেছেন ২৮ জন। এছাড়া গত শনিবার ২৯৬ জন ও মারা গেছেন ২০ জন; গত শুক্রবার সুস্থ হয়েছেন ৫৮৮ জন ও মারা গেছেন ২৪ জন; আর বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯৫ জন ও মারা গেছেন ২২ জন; গত বুধবার সুস্থ হয়েছেন ২১৪ জন ও মারা গেছেন ১৬ জন এবং গত মঙ্গলবার সুস্থ হয়েছেন ৪০৮ জন ও মারা গেছেন ২১ জন।

আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা