kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক   

২৬ মে, ২০২০ ১৬:১৫ | পড়া যাবে ১ মিনিটেঅধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। 

মন্ত্রী আজ মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, নিলুফার দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাইওনিয়ার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা বিস্তারে তাঁর সুবিশাল কর্মযজ্ঞ ও অবদান তাঁকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল। দেশ ও জাতি তাঁর এ অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।

মন্তব্যসাতদিনের সেরা