kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

চট্টগ্রামে করোনা রোগী ১৭শ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ মে, ২০২০ ০৮:৪৯ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রামে করোনা রোগী ১৭শ ছাড়াল

চট্টগ্রামে এক সাংবাদিকসহ আরো ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে এ শনাক্তের মধ্য দিয়ে চট্টগ্রামে করোনা রোগী ১৭০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৫৩ জন। 

গতকাল রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

জানা যায়, গতকাল বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে (চট্টগ্রামের) মোট ২৬৪ নমুনা পরীক্ষা করা হয়।

ডা. সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২০১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে নগর এলাকার ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৯জন। চমেক ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে নগর এলাকার ২৮ জন এবং জেলায় দুইজন।

তিনি আরো জানান, সিভাসু ল্যাবে চট্টগ্রামের ২২টি নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুটি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস নেগেটিভ পাওয়া গেছে।

গতকাল আক্রান্তদের মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর একজন প্রতিবেদক রয়েছেন।

এদিকে রবিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ১৭১০ জন। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাসা বাড়ি গেছেন ১৬০ জন।

মন্তব্যসাতদিনের সেরা