বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের চিফ কো-অর্ডিনেটর এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) হেড অব আইটি মুহাম্মদ গোলামের মা সুফিয়া খানম ঢাকা মেডিক্যালের আইসিইওতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মুহাম্মদ গোলাম মরহুমার ছোট সন্তান।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির শোক
মুহাম্মদ গোলামের মা সুফিয়া খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বিজি চেয়ারম্যান ও এমডি মুহাম্মদ গোলামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
মন্তব্য