kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল ইসলামের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ১৩:৪৫ | পড়া যাবে ১ মিনিটেএস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল ইসলামের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের শোক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোরশেদুল ইসলাম। 

মৃতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 
 
প্রসঙ্গত, গত ১৭ মে মোরশেদুল আলমসহ পরিবারের ৬ সদস্যের কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ফল আসে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি। 

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানিয়েছিলেন, ওনার হার্টে আগে থেকেই রিং পড়ানো ছিল। গতকাল সন্ধ্যার দিকে এক দফা কার্ডিয়াক অ্যাটাকও হয়েছিল তাঁর।

মন্তব্যসাতদিনের সেরা