kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে আজ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ১১:০২ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় তাপমাত্রা বাড়তে পারে আজ

ঘূর্ণিঝড় আম্ফানের বিদায়ের পর আজ শনিবার (২৩ মে) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঢাকা ও এ পার্শ্ববর্তী এলাকায়।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ।

দেশের সমুদ্রবন্দর, নদীবন্দরে কোনো সতর্কবার্তা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। 

মন্তব্যসাতদিনের সেরা