kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

করোনা কেড়ে নিল রংপুর ও নারায়ণগঞ্জের দুজনকে

কালের কণ্ঠ অনলাইন   

৩ মে, ২০২০ ১৪:৩৮ | পড়া যাবে ১ মিনিটেকরোনা কেড়ে নিল রংপুর ও নারায়ণগঞ্জের দুজনকে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন রংপুর জেলার ও অন্যজন নারায়ণগঞ্জ জেলার।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে, যাদের একজন রংপুর ও অন্যজন নারায়ণগঞ্জ জেলার।

সর্বশেষ দুজন নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে।

মন্তব্যসাতদিনের সেরা