kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

২৪ ঘণ্টায় করোনায় ৪ মৃত্যুর সবাই ঢাকার

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০২০ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টায় করোনায় ৪ মৃত্যুর সবাই ঢাকার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। এই চারজনের সবাই ঢাকার। তাঁদের নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩১ জনে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের জানিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন তাদের সবাই ঢাকা জেলার। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৫০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৮৯ জনে। 

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চারজন। তারা সবাই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। 

মন্তব্যসাতদিনের সেরা