kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   

১০ এপ্রিল, ২০২০ ১৯:৪১ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের দাফন সম্পন্ন

প্রথম নারী জাতীয় অধ্যাপক ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদকে চিরনিদ্রায় শায়িত করা হলো বনানী কবরস্থানে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের কবরে অধ্যাপক সুফিয়া আহমেদকে দাফন করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা। 

মৃত্যুকালে এই মহীয়সী নারী এক ছেলে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মেয়ে ডা. রাইনা আহমেদসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এরপর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

মন্তব্যসাতদিনের সেরা