kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

করোনায় দেশে আরো ৬ জনের প্রাণহানী

কালের কণ্ঠ অনলাইন   

১০ এপ্রিল, ২০২০ ১৪:৩৮ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় দেশে আরো ৬ জনের প্রাণহানী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নতুন করে মৃতদের ৫ জন পুরুষ এবং একজন নারী।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রায় ১২ শ নমুনা পরীক্ষার পর গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত করেছি ৯৪ জনের মধ্যে। সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪। নতুন করে আক্রান্ত ৯৪ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৬৯, এবং নারী ২৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে ৪ জন, ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ৬ জন, ২১-৩০ বছরের মধ্যে ১২ জন, ৩১-৪০ বছর বয়সীদের মধ্যে ২৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে আছেন ১৬ জন, ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে ১৪ জন, তারও বেশি বয়সীদের মধ্যে ১৩ জন।  

ডা. সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৭৩৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা