kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ক্যান্সার চিকিৎসা চালু রেখেছে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক   

৮ এপ্রিল, ২০২০ ২১:৫৫ | পড়া যাবে ১ মিনিটেক্যান্সার চিকিৎসা চালু রেখেছে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই সময়েও সব ধরণের ক্যান্সার রোগের চিকিতসা অব্যাহত রেখেছে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল। রাজধানীর উত্তরায় অবস্থিত ২৫০ শয্যার এই বেসরকারি হাসপাতালটি অলাভজনকভাবে পরিচালিত হচ্ছে।

ক্যান্সার সংক্রান্ত যেকোনো চিকিৎসার প্রয়োজনে www.ahsaniacanccr.orq.bd ওয়েব সাইটে অথবা ফেসবুক পেইজে অথবা হটলাইন ১০৬১৭ নাম্বার অথবা ফোন ০২-৫৫০৯২১৯৬-৭, ০১৫৩১২৯১৮১০ নাম্বারে যোগাযোগ করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা