kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

দেশের যেসব এলাকায় করোনা ঝুঁকি বেশি

কালের কণ্ঠ অনলাইন   

৫ এপ্রিল, ২০২০ ১৭:৫৩ | পড়া যাবে ১ মিনিটেদেশের যেসব এলাকায় করোনা ঝুঁকি বেশি

করোনাভাইরাসের বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকাসহ দেশের ৫ এলাকা। এরমধ্যে রয়েছে রাজধানীর মিরপুরের টোলারবাগ, বাসাবো এবং মাদারীপুর, নারায়ণগঞ্জ ও গাইবান্ধা। এর মধ্যে বাসাবো এলাকায় ৯ জন আর মিরপুরে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এসব এলাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়েছে। সতর্ক না হলে এসব এলাকায় সামাজিক সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

মন্তব্যসাতদিনের সেরা