kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

সুপ্রিম কোর্টসহ সব আদালতে সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক    

১ এপ্রিল, ২০২০ ১৮:১২ | পড়া যাবে ১ মিনিটেসুপ্রিম কোর্টসহ সব আদালতে সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত

সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতেও সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত এই ছুটি বাড়িয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। ফলে আগামী ৫ এপ্রিল আদালত খোলার যে সম্ভাবনা ছিল তা আর হচ্ছে না। 

এর আগে গড়ত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শেষ হওয়ার আগেই সরকার সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।

এ অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে তালমিলিয়ে দেশের সকল আদালতেও ছুটি বাড়ছে। যদিও ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি। তাই আপাতত ১২ এপ্রিল খুলতে পারে আদালত।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বুধবার কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাসের কারণে যেহেতু সরকার সাধারণ ছুটি বাড়িয়েছে। এটা বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির নির্দেশে এই ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।  

মন্তব্যসাতদিনের সেরা