kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

ম্যান্ডেলা-টিটো'য় মগ্ন তোফায়েল, সার্প-এ ফখরুল

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০২০ ১০:০৬ | পড়া যাবে ২ মিনিটেম্যান্ডেলা-টিটো'য় মগ্ন তোফায়েল, সার্প-এ ফখরুল

করোনাভাইরাসের এই সময়ে রাজনীতিকরা বাড়িতেই অবস্থান করছেন। এই অবসরে সবাই পছন্দের কাজটি করে সময় কাটাচ্ছেন। কেউ বই পড়ছেন, কেউবা লিখছেন। 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ কালের কণ্ঠকে জানান, বাসায় বসে টেলিভিশনে নিজের দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব চ্যানেলে খবর দেখার পাশাপাশি ইন্টারনেটে নিউজ পড়া এখন তাঁর প্রতিদিনকার নিয়ম হয়ে গেছে। তিনি বলেন, ‘আগে তেমন সময় পাইনি। বঙ্গবন্ধুর দি আনফিনিসড মেমোরিজ (অসমাপ্ত আত্মজীবনী) বইটি আবারও পড়ছি। আমার নিজের লেখা ‘অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতা ঘোষণা’ সামনে আছে। এটিও আবার দেখছি।’

‘তবে খুব মনোযোগ দিয়ে পড়ছি নেলসন ম্যান্ডেলা এবং মার্শাল টিটোর জীবনী’ জানালেন স্বাধীনতা আন্দোলনের ভূমিকা পালনকারী তুখোড় এই নেতা। তিনি বলেন, ‘স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ পেয়েছি অনেক দিন পর। এই দুর্যোগে এলাকার জনগণের খবরও নিতে হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘মেয়ে ও জামাই গুলশানে থাকছে। তবে ওপরের ফ্ল্যাটে ছেলে ও ছেলের বউ এবং তাঁদের বাচ্চারা আছেন। খাবার সময় একসঙ্গে সবাই খাই।’

পুরোপুরি কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে জানান, নিয়মিত ইবাদতের পাশাপাশি এখন তিনি পবিত্র কোরআনের তর্জমা অর্থাৎ বাংলা অনুবাদ পড়ছেন। সময় পেলে সিনেমাও দেখছেন। তবে অবসর এই সময়টাতে সবচেয়ে বেশি সময় পার করছেন বই পড়ে। যুক্তরাষ্ট্রের আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশন থেকে প্রকাশিত জেন সার্পের ‘ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি’ বইটি পড়া এখন শেষ পর্যায়ে বলে জানান তিনি। বলেন ‘সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকলেও সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।’

মন্তব্যসাতদিনের সেরা