kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

বাড়িমালিকদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২০ ১৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেশ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান

বিশ্বব্যাপী করোনাভাইরাজনিত সংকটের প্রভাবে দেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার মধ্যে পড়েছে। ফলে বিশেষ করে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ সময় বড় ধরনের সংকটের মুখে পড়বে। তাই পোশাকখাতসহ সকল ধরনের শিল্পের শ্রমিকরা সমস্যায় পড়েছেন। 

এই অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে তাদের বাড়িভাড়া সহানুভূতির সাথে দেখার  জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন। এ ছাড়া আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

মন্তব্যসাতদিনের সেরা