kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত আরো দুজন

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০২০ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত আরো দুজন

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো দুইজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে দুইজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের একজন সৌদিফেরত; তার বয়স ৫৭ বছর। তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্যজনের বয়স ৫৫; তিনি দেশেই ছিলেন। তারও ডায়াবেটিস আছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা