kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

ছুটিতেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক   

২৯ মার্চ, ২০২০ ২০:০৭ | পড়া যাবে ১ মিনিটেছুটিতেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়

করোনাভাইরাস প্রতিরোধে চলমান ছুটির মধ্যেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে করোনাভাইরাস পরিস্থিতির ক্ষেত্রে প্রশাসন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

আজ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন-১) এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লিখিত সিদ্ধান্তের কথা জানানো হয়। 

অফিস আদেশ অনুযায়ী, সাপ্তাহিক ও সাধারণ ছুটির সব দিনেই জনপ্রশাসনের সাতটি টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে। প্রতি টিমে তিনজন করে কর্মকর্তা-কর্মচারি রাখা হয়েছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় কাজ করবেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা