kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০২০ ২০:২৭ | পড়া যাবে ১ মিনিটেতাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের  হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃহস্পতিবার রাত ৭টা ৫৫ মিনিটে বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান,  বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু,  সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,  বিএনপি নেতা  সরদার শাখাওয়াত হোসেন বকুল,  আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ুম, সেলিম ভূইয়া, জেবা খান, সুলতানা আহম্মেদ প্রমুখ।

এছাড়া ব্রিটিশ দূতাবাসের দুই জন কর্মকর্তাও রয়েছেন ওই বৈঠকে।

মন্তব্যসাতদিনের সেরা