kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

ইসির পদক্ষেপের অপেক্ষায় আছি : তাবিথ

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০২০ ১৪:০০ | পড়া যাবে ১ মিনিটেইসির পদক্ষেপের অপেক্ষায় আছি : তাবিথ

গতকালের নির্বাচনী প্রচারণায় হামলা প্রসঙ্গে ঢাকা উত্তর সি‌টি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএন‌পির মনোনীত মেয়র পদপ্রার্থী তা‌বিথ আউয়াল বলেছেন, এ বিষয়ে ইসিকে জানানো হয়েছে এবং তারা তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে। ইসি ৪৮ ঘণ্টা সময় নি‌য়ে‌ছেন। আমরা অপেক্ষা কর‌ছি তারা কী পদ‌ক্ষেপ নেয়।

আজ বুধবার আশ‌কোনা হাজী ক্যাম্প থে‌কে গণসং‌যোগ শুরুর আগে পথসভায় ঢাকা উত্তর সি‌টি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএন‌পির মনোনীত মেয়র পদপ্রার্থী তা‌বিথ আউয়াল এসব কথা ব‌লেন।

ইসির উচিত ছিল আগে থেকেই অ্যাক‌টিভ থাকা জানিয়ে তা‌বিথ বলেন, নির্বাচন ক‌মিশ‌নের (ইসি) কতটুকু নির‌পেক্ষ কাজ কর‌ছে তা দেখার বিষয়। মঙ্গলবার আমার নির্বাচনী প্রচারণায় হামলা হ‌য়ে‌ছে। আমার অনেক কর্মী আহত হ‌য়ে‌ছেন। ইসির উচিত ছিল আগে থেকেই অ্যাক‌টিভ হওয়া এবং একজন ম্যা‌জি‌স্ট্রেট‌কে স‌ঙ্গে রাখা।

তা‌বিথ আউয়াল ব‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌ন খা‌লেদা জিয়ার মু‌ক্তি দেশের মানু‌ষের মু‌ক্তির সংগ্রাম। মানুষ ভোট দি‌য়ে জানাতে চায়, কেউ দুর্নী‌তি আর অপশাসন চায় না। জনগণ ভোট দি‌তে পার‌লে ধা‌নের শী‌ষের বিজয় হ‌বে ইনশাল্লাহ।

মন্তব্যসাতদিনের সেরা