kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

দক্ষিণখানে শিশু হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২০ ০২:১৫ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণখানে শিশু হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে সুরাইয়া আক্তার সুরা (৯) নামের এক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, সোমবার রাত ১টার দিকে দক্ষিণখানে নোয়াপাড়ার একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুর বাবার নাম হাফিজুল ইসলাম। শিশুটির মা জাকিরুন বেগমের সঙ্গে বাবা হাফিজুলের কিছুদিন আগে বিচ্ছেদ হয়। এর পর থেকেই মেয়েটি সৎমা শিউলী বেগমের (২৬) কাছে থাকত। দীর্ঘদিন নির্যাতনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে স্বজনরা। সুরতহালে শরীরে নতুন ও পুরনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সৎমাকে গ্রেপ্তার করা হলেও বাবা পলাতক। 

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মৌসুমী আক্তার বলেন, ‘শিশুটির মা জাকিরুন বেগম থানায় মামলা করেছেন।’ 

মন্তব্যসাতদিনের সেরা