kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

ময়লার স্তূপ থেকে উদ্ধার সেই শিশুর নাম রাখা হলো 'সায়রা'

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০২০ ১৬:৪৬ | পড়া যাবে ১ মিনিটেময়লার স্তূপ থেকে উদ্ধার সেই শিশুর নাম রাখা হলো 'সায়রা'

চট্টগ্রাম নগরীতে ময়লার স্তূপ থেকে উদ্ধার করা পরিচয়হীন শিশুটির নাম ‘সায়রা’ রেখেছে পুলিশ।

শিশুটিকে পরিচর্যার জন্য সমাজসেবা অধিদফতরের ‘ছোটমণি নিবাসে’ রাখা হয়েছে। সোমবার দুপুরে সেখানে তাকে দেখতে গিয়ে শিশুটির ‘সায়রা’ নামকরণ করেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক এবং বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

ডিএমপি নিউজে বলা হয়, রবিবার সকালে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এক পথশিশু ময়লার স্তূপের মধ্যে কাগজ কুড়ানোর সময় শিশুটির কান্না শোনে। সে স্থানীয় আরেক যুবককে বিষয়টি জানায়। ওই যুবক ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে পরিচর্যার জন্য সমাজসেবা অধিদফতরের ‘ছোটমণি নিবাসে’ রাখা হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে। শিশুটির পরিচয় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা