স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে আজ রবিবার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকাটি পর্যালোচনা করে দেখা গেছে, বৃহত্তর ফরিদপুর জেলার থানাওয়ারী তালিকা দিয়ে এটি শুরু হয়েছে। ৫২০ জনের এই তালিকাকে বলা হয়েছে ‘আল-বদর তালিকা’। এরপর আছে ঢাকা সদর দক্ষিণের ৬০৪ জনের তালিকা। থানাভিত্তিক এই তালিকার প্রথমেই রয়েছে উপ-নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের নাম। এরপর আছে দালালির নির্দিষ্ট অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের নাম। আছে শান্তি কমিটির যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের নাম। এরপর রয়েছে যুদ্ধাপরাধীর অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা বিশিষ্ট ব্যক্তিদের ৫৮ জনের নাম। যার মধ্যে গোলাম আজমের নামও আছে। এরা স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা এবং শান্তি কমিটির সদস্য ছিলেন বলে জানা যায়।
৫৮ বিশিষ্ট ব্যক্তিদের তালিকা : নুরুল আমিন, হামিদুল হক চৌধুরী চৌধুরী, খান এ সবুর, মাহমুদ আলী, ওয়াহিদুজ্জামান, খাজা খায়রউদ্দিন, কাজী এ কাদের, রাজা ত্রিদিব রায়, মোঃ ওবায়দুল্লাহ মজুমদার, একেএম শামসুল হক, অং শ্যা প্রিউ চৌধুরী, অধ্যাপক গোলাম আযম, শাহ আজিজুর রহমান, এ.কি.এম. শফিকুল ইসলাম, সৈয়দ সাজ্জব হোসেন, ফজলুল কাদের চৌধুরী, মোঃ আলমগীর, লাল মিয়া, মোঃ ফিরোজ, মোঃ আক্তার, ওয়াজউদ্দিন, আলী হায়দার মোল্লা, মোঃ শাজাহান, আবু ইউসুফ, মোঃ নুরুল হক-ভারব, ময়মনসিংহ; আবদুল মতিন- চাঁদপুর, জেলা-কুমিল্লা; মোঃ এমদাদুল হক- সাতকানিয়া, চট্টগ্রাম; মোঃ মোসা- কেরাণীগঞ্জ; আবদুল হোসেন- মিরপুর; আবদুস সামাদ, সূত্রাপুর; খায়রাত হুসেন-শিবপুর; লাল মোঃ খান- সাভার; আবদুস সোবহান মোল্লা-সাভার; একসামুল হক-ফেনী; আবদুল লতিফ মিস্ত্রি-রামগঞ্জ, নোয়াখালী; আতাউর রহমান খান-লৌহজং; জেউল হক-সূত্রাপুর; ফয়জুদ্দিন আহমেদ-সাভার; মোঃ ফরিদউদ্দিন-মোহাম্মদপুর; সুক্কুর আরডি-সূত্রাপুর; মোঃ, হানিফ-সূত্রাপুর; আলিমুদ্দিন-সূত্রাপুর; এইচ.এম.সেন রোড; আবদুল মান্না-জয়দেবপুর; এসএম নাইমুল হক-মোহাম্মদপুর; আবদুল করিম খান-লালবাগ; এ.কে.এম. খালেকুজ্জামান খান; এ.এফ.এম. শরিউজ্জামান খান; আলহাজ্ব ইসরার আহমেদ; আলহাজ্ব সাইজুদ্দিন বেপারী; আবদুল মতিন ভূয়া-নোয়াখালী; আবদুল মজিদ খান; কালা মিয়া-কুমিল্লা; রফিকুল ইসলাম-ফেনী; রাফাউল্লাহ-সিলেট; মোঃ সোলেমান; সন্তোষ কুর সরকার।
মন্তব্য