kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

কেরানীগঞ্জে দগ্ধ কিশোর আসাদও না ফেরার দেশে

নিহতের সংখ্যা বেড়ে ১৪

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৪ | পড়া যাবে ১ মিনিটেকেরানীগঞ্জে দগ্ধ কিশোর আসাদও না ফেরার দেশে

ঢাকার কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে চিকিৎসাধীন কিশোর আসাদ (১৪) মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

আজ শনিবার সকালে আসাদের মৃত্যু হয়। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আসাদ। তার শরীরের প্রায় ৫৫ ভাগ পুড়ে গিয়েছিল।

আসাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. পার্থ শঙ্কর।

এর আগে বুধবার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। সে ঘটনায় বেশ কয়েকজনকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা