kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

রবিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৯ ২১:১১ | পড়া যাবে ১ মিনিটেরবিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আগামী রবিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

আজ সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকায় থানা পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে। 

এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নাকচ করে দেওয়ায় আমরা ক্ষুব্ধ ও হতাশ। সরকারের প্রভাবের কারণে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে। সর্বােচ্চ প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাও কমে গেছে। আমরা এই আদেশে ক্ষুব্ধ। ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। রবিবারের পর আবারো নতুন কর্মসূচি দেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা