kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

ভারতের নাগরিকত্ব বিল নিয়ে উদ্বেগে বাম জোট

নিজস্ব প্রতিবেদক   

১২ ডিসেম্বর, ২০১৯ ১৮:৫৮ | পড়া যাবে ২ মিনিটেভারতের নাগরিকত্ব বিল নিয়ে উদ্বেগে বাম জোট

ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ পাশ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, কেবল ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে ভারতের নাগরিকত্ব প্রদান ও মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে ওই বিধানের আওতার বাইরে রাখা বিলটি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট। এতে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন-বৈষম্যের ঘটনা বৃদ্ধি পাবে।

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, এই বিলের ফলে ভারত একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে। এটি ভারতের সংবিধানে বর্ণিত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের জনগণের সমঅধিকার বিলোপ করবে। ভারতে দীর্ঘদিন ধরে বসবাসরত বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করবে। মুসলিম সম্প্রদায়ের জনগণকে গুরুতর নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিবে।

আরো বলা হয়েছে, বিলটি কার্যকর হলে এ অঞ্চলে সাম্প্রদায়িক বিভেদ, বিভাজন, সহিংসতা, হানাহানি বৃদ্ধি পাবে এবং সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে এ অঞ্চলের দেশগুলোতে চরম দক্ষিণপন্থী ধর্মান্ধ ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ সুগম হওয়ার মধ্যদিয়ে সাম্রাজ্যবাদী শক্তির আগমণের পথ তৈরি হবে।

বিবৃতিতে ভারতের সরকারকে বিতর্কিত নাগরিক বিল থেকে সরে আসার আহ্বান জানানোর পাশাপাশি বিলের বিরুদ্ধে ভারতের জনগণের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে। এ বিল সম্পর্কে বাংলাদেশের জনগণের উদ্বেগ ভারতের সরকারকে অনুষ্ঠানিকভাবে অবহিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা