kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

পাটকল ধ্বংসের চক্রান্ত বন্ধ কর : বাসদ

নিজস্ব প্রতিবেদক   

১১ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেপাটকল ধ্বংসের চক্রান্ত বন্ধ কর : বাসদ

রাষ্ট্রায়ত্ব পাটকল ধ্বংসের চক্রান্ত বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি ও চলমান অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ নগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিরাষ্ট্রীয়করণ, লুটপাট, দুর্নীতির কারণে পাটশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই পাট শিল্প রক্ষার দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। বকেয়া বেতন, মজুরি কমিশন ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, পিএফ ফান্ডের টাকা ফেরৎ, চাহিদা অনুযায়ী পাট মৌসুমে পাট কেনাসহ তাদের দাবি দ্রুতই বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি মালিকানাধীন পাটকলগুলিতে শ্রমিক শোষণ বাধাহীন করার জন্যই রাষ্ট্রীয় পাটকলগুলি ২০১৫ সালের মজুরি কমিশনের সুপারিশ অনুসারে ঘোষিত মজুরি পরিশোধে টালবাহানা করা হচ্ছে। তাই পাটকল শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়েজনীয় উদ্যোগ নিতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা