kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জানুয়ারি ২০২০। ১৬ মাঘ ১৪২৬। ৪ জমাদিউস সানি ১৪৪১     

বনানীতে মাটিচাপা দেওয়া চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১১ ডিসেম্বর, ২০১৯ ১৬:০৮ | পড়া যাবে ১ মিনিটেবনানীতে মাটিচাপা দেওয়া চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর বনানীতে মাটিচাপা দেওয়া অবস্থায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জিয়াং ফ্রি। তিনি বাংলাদেশে বাংলাদেশে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বনানী থানার ওসি নূর এ আজম সাংবাদিকদের জানান, খবর পেয়ে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আমরা লাশটি উদ্ধার করেছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি একজন চীনা নগরিক। তার যে পরিচয় পাওয়া গেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই চীনা নাগরিক বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসার ষষ্ঠ তলায় তিনি পরিবার নিয়ে থাকতেন। সেই ভবনের পাশেই মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ পাওয়া যায়। 

মন্তব্যসাতদিনের সেরা